মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের-সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ব ভোক্তা অধিকার
দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনউপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল,
সহকারী কমিশনার (ভুমি) মুহসীয়া তাবাসসুম, সাব-রেজিষ্ট্রার আল মাসুদ রানা, খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক
মশিহুর রহমান, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, সেকেন্দার আলী ও আব্দুর রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।