বৃহস্পতিবার , ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিরামপুরে মোহনা টিভি’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

মোহনা টিভি প্রতিনিধি ও বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেনের উদ্যোগে বিরামপুরে আজ বৃহস্পতিবার মোহনা টিভি’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিরামপুর শহরের ঢাকা মোড়ে একটি অফিসে কেক কেটে মোহনা টিভি’র এক যুগের এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।