শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা

প্রকাশিত হয়েছে-

বিরামপুরে রাত ৮ টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নিদর্শনা না দেওয়া পর্যন্ত সারাদেশের ন্যায় বিরামপুরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বসতবাড়িতে আলোকসজ্জা না করার জন্য সরকারি নিদের্শনা প্রতিপালনের নিমিত্ত ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ২৫ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

আরও বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (কারিগরি) খুরশিদ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শীবেষ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল প্রমুখ।

মতবিনিময় সভায় রাত ৮ টার মধ্যে ঔষধ ও খাবারদোকান ব্যতীত দোকানপাট বন্ধের সিদ্ধান্ত গৃহিত হয়।