শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিরামপুরে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্দ্যোগে উপজেলা রোগী কল্যাণ সমিতি সহযোগিতায় উপজেলার বিভিন্ন অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬মে) বেলা ১২ টার দিকে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে এসব অসহায়,গরীব,হতদরিদ্র অসুস্থ রোগীদের মাঝে এসব ঔষধ বিতরণ করেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম।

জানতে চাইলে, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম বলেন, উপজেলায় যে সকল গরীব, অসহায় অসুস্থ রোগীরা ঔষধ কিনতে পারে না, আমাদের সমাজ সেবা অফিস থেকে তাদেরকে নিয়মিত রোগী কল্যাণ সমিতির সহযোগিতায় বিভিন্ন ঔষধপত্র প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় আজ গরীব অসহায় অসুস্থ রোগী পৌর এলাকার শিমুলতলী গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম ও উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ কাটলা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী জান্নাতুল আক্তার এই দুইজনকে ঔষধ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে।