শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ফ্রান্সিস মার্ডি (৫৬) কে থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

থানা সুত্রে জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাহবুবুর রহমান নের্তৃত্ব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ফ্রান্সিস মার্ডি (৫৬) কে তাঁর নিজ প্রয়োজনে থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক মামলার সাজাপ্রাপ্ত ফ্রান্সিস মার্ডি উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের পলিখাঁপুর গ্রামের মৃত ভূষন মার্ডির ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ আগষ্ট/০৫ সালে বিরামপুর থানায় দায়েরকৃত মামলায় ১৬ সেপ্টেম্বর/২০ সালে আদালত মামলার অন্যতম আসামি ফ্রান্সিস মার্ডিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল।
তিনি আরো বলেন, ধৃত আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।