শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিরামপুরে সিবিও এবং ফেডারেশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে কর্মশালা

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আইসিসিবি প্রকল্পের আয়োজনে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য সমমনা সংগঠন, সিবিও এবং ফেডারেশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টায় বিরামপুরস্থ বেলডাঙ্গা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইউনিট অফিসে উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমরমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এনডিএফ’র মনিটরিং কর্মকর্তা বাবুলাল তিরকী, বিওয়াইএফসি’র ম্যানেজার অশিত চৌকিদার, গ্রাম বিকাশের মৎস্য কর্মকর্তা ইমুনা পারভীন টুম্পা, ওয়াল্ড কনসার্ন্স’র ম্যানেজার আইনুল হক, এনডিএফ’র ম্যানেজার খায়রুল ইসলাম, ল্যাম্ব হাসপাতালের যোগাযোগ কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি সদস্যা শিতলী রানী পাহান, সদস্য সোহেল রানা প্রমূখ।