রবিবার , ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীউদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায়মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় পৌরসভা চত্বরে স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেয়র বিরামপুর পৌরসভা কতৃর্ক আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, ইউপি চেয়ারম্যান রহমত আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত,প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইনতিয়াজ আহমেদ কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু প্রমুখ।

এসময় পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সুধীজন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।