এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা (৫০) নিহত।
মঙ্গলবার (৭ জুন) রাত্রী সোয়া ৩টার দিকে বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের ৪নং দিওড় ইউনিয়নের মমতাজ ফিলিং স্টেশনের পার্শ্ব থেকে সড়ক দূর্ঘটনার আহত অজ্ঞাতনামা গুরুতর আহত এক মহিলাকে উদ্ধার করা হয়। তবে আহত মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার এসআই মামুনুর রশিদ মামুন জাতীয় সেবা ৯৯৯ ও স্থানীয়দের বরাদ দিয়ে জানান, মঙ্গলবার (৭ জুন) রাত্রী সোয়া ৩ টার দিকে সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলা (৫০) কে উদ্ধার করে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো পর্যন্ত অজ্ঞাতনামা মহিলাটির পরিচয় পাওয়া যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে। তবে অজ্ঞাতনামা মহিলাটির পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।