বিরামপুরে ৩ ব্যবসা প্রতিষ্টানে অর্ধ লক্ষ টাকা জরিমানা
এস এম মাসুদ রানা (বিরামপুর) দিনাজপুর প্রতিনিধি- গতকাল ( ১০মার্চ) দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পুরাতন বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল উৎপাদনের অপরাধে “বিদ্যুৎ অয়েল মিল” কে ২০ হাজার টাকা এবং “বিপ্লব অয়েল মিল” কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, মমতাজ বেগম,একইসাথে রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় “বেলাল স্টোর” এ অভিযান চালিয়ে প্রায় ৬ শত বোতল অবৈধ স্বাস্থ্যহানিকর উত্তেজক সিরাপ জব্দ করেন। এসব সিরাপ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে উক্ত দোকান মালিককে
৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে সিরাপগুলো আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়।
অভিযানগুলোতে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃইসমাইল হোসেন এবং র্যাব-১৩ এর একটি চৌকস দল উপস্থিত ছিলেন।