শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিরামপুর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা কনফারেন্স সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সাধারন সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।