এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,
(২৬ শে অক্টোবর) বুধবার দুপুর ১২ঃ০০ টায় দিনাজপুর থেকে আগত মাদকদ্রব্য অধিদপ্তর এর উপ-পরিদর্শক মিশকাতুল জাবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর নতুন বাজার মুক্তিযোদ্ধা দাওয়াখানায় অভিযান পরিচালনা করেন, পরিচালনা কালে দোকানে মজুদ মোদক এর ভিতর ভাঙ্গ ও গাজার গুড়া মিশ্রিত করে বিক্রি কালে সেবনকারী কে হাতেনাতে আটক করে। এমত অবস্থায় ঘটনাস্থলে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধা দাওয়াখানার বিক্রেতা বিরামপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বামনাহার গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে আবু তাহেরকে কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ মাদক সেবনকারী বিরামপুর উপজেলার পুলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের শ্রী গোপালের ছেলে সঞ্চয় সঞ্জয় সরকার কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মুক্তিযোদ্ধা -দাওয়াখানা টিকে সীলগালা করে।