শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনবীর অবমাননার প্রতিবাদ করায় ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে-চট্টগ্রাম মহানগর ছাত্র আন্দোলন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

রাসূল সঃ এর অবমাননার প্রতিবাদ করায় সেমিস্টার পরিক্ষা চলাকালীন ৪ শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক নির্যাতন ও হল থেকে বহিষ্কারের প্রতিবাদে আজ ১৮ই জুন,২০২২ বিকাল ৫:০০ টায় চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয় গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা ꫰

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মাদ তানভীর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান রবিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল ꫰

মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এদেশ মুসলমানের দেশ ꫰ এদেশের মানুষ ধর্মপরায়ণ ꫰ রাষ্ট্র আমাকে নিজ ধর্ম পালনের অধিকার দিয়েছে ꫰ ৯২শতাংশ মুসলমানের দেশে নবী প্রেমের কারণে কোন শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক নির্যাতন ও হল প্রশাসনকে ব্যবহার করে বহিষ্কারাদেশ কোনভাবেই মেনে নেয়া যায় না।

মানববন্ধনের সভাপতি মুহাম্মদ তানভীর হোসাইন তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের উপর অমানবিক আচরণ দেখিয়েছে ꫰ রাসুলের প্রতি প্রেম দেখানো কখনোই দোষের নয় ꫰
তিনি নির্যাতনকারী ছাত্রলীগ নেতাদের শাস্তি দাবি করেন এবং ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য, ভারতে নবী(সাঃ) এর অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে মানববন্ধন করেছিল ꫰ মানববন্ধনে অংশগ্রহণ করায় ৪ শিক্ষার্থীকে শারীরিক ভাবে লাঞ্চিত করা হয় এবং পরবর্তীতে হল থেকে বহিষ্কার করা হয় । লাঞ্চিতকারীরা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।