রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

প্রকাশিত হয়েছে-

মুহাম্মদ রাকিব”বিশেষ প্রতিনিধি

হিন্দুপ্রধান রাষ্ট্র ভারতে আবারও ইসলাম বিদ্বেষের ঘটনা।মুসলিম হিসেবে ইসলামের বিধান অনুসারে মুখে দাড়ি রাখায় এক মুসলিম পুলিশ সাব–ইনস্পেক্টরকে বরখাস্ত করলো ভারতের উত্তরপ্রদেশ বাগপত রামালা  থানার সুপার অভিষেক সিং।

মুখে দাড়ি রাখার অপরাধে বরখাস্ত হওয়া মুসলিম পুলিশকর্মীর নাম  ইন্তেজার আলি।

কি কারণে বরখাস্ত করা হয়েছে? সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলছেন, পুলিশ বিভাগের নিয়ম, দাড়ি রাখার অনুমতি শুধুমাত্র শিখরাই পান, বাকিদের দাড়ি রাখার কোনো নিয়ম নেই। কেউ যদি রাখতে চায় তাহলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিস পাঠিয়ে অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন।

এদিকে বরখাস্তকৃত পুলিশকর্মী ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসলেও তাকে অনুমতি দেয়া হয়নি।

উক্ত ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন ওই পুলিশকর্মীকে অনুমতি দেয়া হয়নি,সেই প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।