শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও জলাতঙ্ক অবহিতকরণ

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে দিনাজপুর জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান

(এমডিভি) কার্যক্রম-২০২২ বাস্তবায়নে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সোমবার
সকালে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২ জুন থেকে ৬ জুন পর্যন্ত উপজেলার
প্রতিটি ইউনিয়নে ৩টি এবং পৌরসভায় ৫টি সহ মোট ২৬টি টিম এই কার্যক্রম
পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। অবহিতকরণ সভা শেষে একই স্থানে জাতীয় ভিটামিন
‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ জুন থেকে ১৫
জুন পর্যন্ত চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন
বেলাল, ইপিআই মাসুদ রানা, সিডিসি সুপারভাইজার (এমডিভি) ইশতিয়াক ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম
হোসেন প্রমূখ।