শনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

নবগঠিত ঈদগাঁও উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভোমরিয়া ঘোনা হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সকাল দশটায় মাদ্রাসার হলরুমে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।
 মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম এর সভাপতিত্বে শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথি বক্তব্য রাখেন আলহাজ্ব ফেরদৌস আহমদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আমির সুলতান, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাইশারী স্কুল এন্ড কলেজের প্রভাষক হারুনর রশিদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ইমরান তাওহীদ রানা।
শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন মাদ্রাসার সহসুপার মাওলানা আব্দুর রহিম, মাওলানা বেলাল উদ্দীন আযাদ, মাওলানা নুরুচ্ছফা।
শিক্ষকদের মাঝে  অংশ নেন মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মোঃ খালেদ, শিক্ষক আব্দুল হামিদ,মোঃ আতিক,গোলাম মোস্তফা, শিরিন আক্তারসহ অসংখ্য ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে এক আবেগময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।