সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভোলার চরফ্যাশনে পুকুরে মিলল ৮টি ইলিশ

প্রকাশিত হয়েছে-

সাহিদুর রহমান, ভোলা প্রতিনিধি

 

অবাক করা ঘটনা হলেও সত্যি। ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের এক পুকুর থেকে আটটি ইলিশ মাছ ধরা পড়েছে। প্রতিটি ইলিশের ওজনই ১ কেজির ওপরে।

জানা গেছে, শুক্রবার (১৯ মার্চ) পুকুরটি সেচ দিয়ে মাছ ধরার সময় ইলিশগুলো ধরা পড়ে। পুকুরে ধরা ইলিশ দেখতে এ সময় হাজারো মানুষের ঢল নামে এলাকায়।
স্থানীয় প‌রিবার উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. আনিচ হাওলাদার জানান, আবুল হা‌সেম মহাজ‌নের এক‌টি পুকুরে সেচ দিয়ে মাছ ধর‌ছিলেন স্থানীয় জে‌লেরা। ওই সময় বিভিন্ন প্রজাতির মা‌ছের সঙ্গে ইলিশ মাছ দেখতে পান তারা।

তার ধারণা, গত বর্ষায় জোয়া‌রের পা‌নির সঙ্গে ইলিশগুলো পুকুরে প্রবেশ করেছে।
ব‌রিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী প‌রিচালক এ.এফ.এম নাজমুস সা‌লেহীন জানান, জোয়া‌রের পা‌নি পুকু‌রে প্রবেশ কর‌লে তখন নোনা পা‌নির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে।