সাহিদুর রহমান, বিশেষ প্রতিনিধি
ভোলার বোরহান উদ্দিনে( ২১ ডিসেম্বর) সোমবার দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাঝি বাড়ির মনির মাঝির পুকুরে তার জাকি জালে বিরল প্রজাতির ১২টি মাছ ধরা পড়ে ৷
উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান, এটি সাকার ফিস নামে পরিচিত ৷
এটা এক ধরনের শোভাবর্ধণকারী এ্যাকুরিয়ামের মাছ। যা পানির তলদেশে বাস করে ৷ এগুলো সাধারণত সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নদ-নদী গুলোতে পাওয়া যায় ৷ কিন্তু বর্তমান সময়ে অনেক বদ্ধ জলাশয়ে পাওয়া যায় বলে তিনি জানিয়েছেন।