সাহিদুর রহমান,ভোলা প্রতিনিধিঃ-
আজ ১১.০৪.২০২১ তারিখ লালমোহন উপজেলার নাজিরপুর এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
রবিবার লালমোহন নাজিরপুর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী ( ভূমি) কমিশনার জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে ৬ জনকে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির কারণে বিভিন্ন অংকে মোট ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।