রবিবার , ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভোলার লালমোহনে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না থাকায় ৮ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

প্রকাশিত হয়েছে-

সাহিদুর রহমান,লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ-

গতকাল ২৮.০৪.২০২১ তারিখ লালমোহন চৌরাস্তার মোড় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ৮ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

বুধবার লালমোহন চৌরাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।

এ সময়ে বিনামূল্যে মাস্ক বিতরণ ও করোনা সংক্রমন রোধে করনীয় নিয়ম মেনে চলার জন্য লোকেদের সচেতন করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির কারণে ৮ জনকে বিভিন্ন অংকে মোট ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।