বৃহস্পতিবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি

ভোলার লালমোহনে স্বাস্থ্য বিধি নামা ও মেয়াদ উত্তীর্ণ খাবার দোকানে রাখার কারণে ১০,০০০ টাকা অর্থদন্ড

প্রকাশিত হয়েছে-

সাহিদুর রহমান,লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ

০২.০৫.২০২১ তারিখ স্বাস্থ্যবিধি না মানা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্যাদি রাখায় ৪ টি মামলায় ৪ জনকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার লালমোহন থেকে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্যাদি রাখায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ৪ টি মামলায় ৪ জনকে মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।