বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

ভোলায় পৌর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৬৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-

সাহিদুর রহমান, ভোলা প্রতিনিধি

ভোলা পৌর নির্বাচনে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে ৮ প্রার্থীর কর্মীকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সির প্রার্থী শওকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষ হামলা ভাংচুরের ঘটনায় ভোলা থানায় একটি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানান, ভোলা পৌর এলাকায় নির্বাচনী প্রচারনা কালে আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে শুক্রবার অভিযান চালিয়ে ৮ জনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ৬৪ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে বৃহস্পতিবার রাতে মোঃ ফারুক বাদী হয়ে আসাদ হোসেন জুম্মানের পক্ষে ভোলা সদর থানায় ৩০ জনের নামে এবং ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন মামলা হওয়ংার কথা নিশ্চিত করেন। অপরদিকে কাউন্সির প্রার্থী শওকত হোসেনের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।