রবিবার , ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভোলায় (বায়ান্ন -৫২)পিছ অটোরিক্সার চোরাই ব্যাটারি’সহ আটক-১

প্রকাশিত হয়েছে-

সাহিদুর রহমান ,ভোলা।

গত ১৭/০৮/২০২১ ইং তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪২) পিতাঃ মোঃ আনছার আলী, সাং-গুপ্তমুন্সি, ০৮ নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা ইউপি, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা এর বসত ঘর হইতে ৫২ (বায়ান্ন) পিচ বিভিন্ন কোম্পানী ও সাইজের অটোরিক্সা (বোরাক) এর ব্যটারী উদ্ধার করা হয়েছে। আসামী মোঃ জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভোলা সদর মডেল থানার এসআই(নিঃ) মোঃ সোহাগ সরদার, সঙ্গীয় ফোর্স সহ আসামী জাহাঙ্গীর হোসেন এর বাড়ী হইতে সাক্ষীদের উপস্থিতিতে চোরাই ব্যাটারীগুলো উদ্ধারপূর্বক জব্দ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এদিকে ভোলা সদর থানার পক্ষহতে জানানো হয়, যদি কারো অটোরিক্সা/অটোরিক্সার ব্যাটারী ইতিপূর্বে চুরি হয়ে থাকে, তবে তাদেরকে ভোলা সদর মডেল থানায় উপস্থিত হয়ে ব্যাটারী শনাক্তের জন্য বলা হইল।