শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা ঈদগাঁও’তে

প্রকাশিত হয়েছে-

ঈদগাঁও প্রতিনিধি,

কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাঁও’র মধ্যে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

এসময় লাইসেন্স বিহীন অবৈধভাবে করাত কল পরিচালনা করায় দুটি করাতকলকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। করাত কল দুটি থেকে দুইজনকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়।

গতকাল বাজারের প্রধান রোডের ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন স্থান,বঙ্কিম বাজারের দক্ষিণ পাশে সমিলে এই অভিযান চালানো হয়। অন্যদিকে একইদিন রেজিষ্ট্রেশন ও লাইসেন্স বিহীন গাড়ি চালনার অপরাধে একটি ডাম্পার গাড়িকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান দুটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। এ সময় উত্তর বনবিভাগের আওতাধীন ঈদগাঁও মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ রহমানসহ বন কর্মকর্তা, বন কর্মচারী ও থানার পুলিশ দল উপস্থিত ছিলেন।