বুধবার , ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মতিগঞ্জ ইউপি নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থীদের প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি,

ইউপি নির্বাচন ২০২১ উপলক্ষে সোনাগাজীর ৪নং মতিগঞ্জ ইউপির জাতীয়পার্টি সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতিসভা ২৯শে নভেম্বর সোমবার সন্ধ্যায় ইউনিয়ন জাতীয়পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা জাতীয়পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা সহ জাতীয়পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মতিগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়পার্টি সমর্থিত মেম্বার পদপ্রার্থী হয়েছেন- জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ডে আলম হোসেন সেন্টু, ৬নং ওয়ার্ডে মোঃ নুরনবী, ৭নং ওয়ার্ডে মোঃ শাহ আলম, এবং ৮নং ওয়ার্ডে মোঃ সাহাব উদ্দিন।

২৯শে নভেম্বর মনোনয়ন যাচাই বাচাই শেষে বিকেলে ইউনিয়ন জাতীয়পার্টির কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় প্রার্থীগণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং স্ব-স্ব ওয়ার্ডের সকল ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।