বুধবার , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

মসজিদে মুক্ত হস্তে দান করুন

প্রকাশিত হয়েছে-

মোঃ হোসেন (সুমন):- কক্সবাজার জেলা প্রতিনিধি,

বায়তুর রহমান জামে মসজিদ
পশ্চিম লারপাড়া পাড়া ঝিলংজা ১নং ওয়ার্ড় কক্সবাজার। মসজিদ হল আল্লাহর ঘর, আমার যে যত টুক পারি সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করি।আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খরচ করে থাকি।আমরা মসজিদের জন্য সকলে এগিয়ে আসি।

স্থাপিত ২০০৬ইং।বর্তমান এই মসজিদে টাইলস, জানালার গ্লাস, বিদ্যুৎ এর সুইচ বোর্ড, ওযুখানার ছাউনিসহ অনুমানিক ৬/৭লাখ টাকার কাজ বাকি আছে।দেশেও বিদেশি সকলের কাছে সহায়তা প্রদান করা জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল। যোগাযোগের নাম্বার -01889242793/01835298515।