
এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ উখিয়া।
একজন আলেমের মৃত্যু মানি এক নক্ষত্রের মৃত্যু, আলোকিত সমাজ অন্ধকার, নিবে যাওয়া,
জানাজায় আলেম ওলামা, ছাত্র তালেবা, শিক্ষক শিক্ষার্থী, অফিসার, রাজনীতিবীদ ও মুচল্লিদের শোকার্ত মানুষের ঢল। আলেম ওলামা ও ছাত্র তালেবা, সহপাঠী ও আত্নীয়স্বজনকে কাঁদিয়ে মহান রবের ডাকে সাড়া দিলেন মাওলানা আব্দুল খালেক।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সু পরিচিত পরিবারের একজন সদস্য, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, মাদ্রাসাতুন নুর আল আলামিয়্যাহ চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ সাহেব হুজুরের আপন ছোট চাচাতো ভাই, উপজেলা সদর ৪নং রাজাপালং ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডিগলিয়া পালং রহমানিয়া কাছেমুল উলুম মাদ্রাসা’র সাবেক পরিচালক ও চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক সাহেব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি গত ৫ মে ২০২৫, ইং, সোমবার দিবাগত রাত ১.৩০ ঘটিকার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স ৪৭ বছর। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
৫ই মে-২০২৫ ইং, দুপুর ২.৩০ ঘটিকার দিকে ডিগলিয়া পালং মাদ্রাসা’র মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয় ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন সম্পন্ন করেন। জানাযার মাঠে আলেম ওলামা ও মরহুমের মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীসহ হাজারো মানুষের উপস্থিতিতে চোখে পড়ার মতো দৃশ্য।
ছাত্র-ছাত্রী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অশ্রুসজল চোখে।