রবিবার , ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মা-বাবার কবর জেয়ারতের শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন আমিনুল ইসলাম

প্রকাশিত হয়েছে-

(বিশেষ প্রতিনিধি)

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান, তৃণমূল থেকে উঠে আসা সাবেক সফল ছাত্রনেতা,আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের মা-বাবার কবর জিয়ারত ও চুনতী শাহ্ সাহেব কেবলার কবর জেয়ারতের শেষে লোহাগাড়ার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান।

০৯ জানুয়ারী”২০২৩ইং সকালে মা-বাবার কবর জেয়ারতের শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি চুনতী শাহ্ সাহেব কেবলার মাজার জেয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুল আলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোঃ সিকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাস্টার মোঃ মিয়া ফারুক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এস.এম মামুন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর-রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সমশুল আলম সওদাগর, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, বড়হাতিয়ার কৃতি সন্তান, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা বাবু শুকলাল শীল, শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মদিনা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আবছার উদ্দিন, যুবলীগ নেতা এইচ এম ইউসুফ কবির, তৈয়বুল হক নিরব, মামুন সহ সাংবাদিক,
বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।