রবিবার , ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুজিব বর্ষের শপথ সড়ক করবো নিরাপদ এই স্লোগান নিয়ে আজ

প্রকাশিত হয়েছে-

পারভেজ,বরিশাল প্রতিনিধি

মুজিব বর্ষের শপথ সড়ক করবো নিরাপদ এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল শাহজাহান, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ বরিশাল মাসুদ খান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলম, মালিক-শ্রমিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।