বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মেধাবী ছাত্র শাহজাহানের উন্নত চিকিৎসা সহায়তায় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর

প্রকাশিত হয়েছে-
পারবত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ব্রেইন ইনফেকশনে আক্রান্ত মেধাবী ছাত্র শাহজাহানের উন্নত চিকিৎসা সহায়তায় এগিয়ে আসলেন নাইক্ষ্যংছড়ি থানার মানবিক অফিসার ইনচার্জ চৌকস পুলিশ কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

বুধবার (২৬ মে) মেধাবী ছাত্র শাহজাহানের চিকিৎসার খোঁজ খবর নিয়ে পরিবারের হাতে নগদ এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তার মামা ঘুমধুম ইউনিয়ন আ’লীগ নেতা এম.ছৈয়দ আলম উপস্থিত ছিলেন। তিনি জানান অসুস্থ শাহজাহানের পরিবার মানবিক ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।