
মোঃ রেজাউল আজিমঃ- (বাঁশখালী-প্রতিনিধি),
গত ২৬ এপ্রিল মঙ্গলবার হঠাৎ বাঁশখালী পৌর সদরে ইফতারের পুর্ব মুহুর্তে এক মালবাহী ট্রাক নষ্ট হয়ে জেমে আটকে পড়ে। চলার পথে নব-নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন এর চোখে পড়লে নিজের গাড়ি থেকে নেমে যায়। সর্ব সাধারণ মানুষের সাথে ঐ গাড়িতে হাত লাগিয়ে সহযোগীতায় অংশ নেন মেয়র সাহেব।
এ দৃশ্য জনগনের চোখে পড়লে জনগন আনন্দিত হন যোগ্য মেয়র পেয়েছি বলে।
সাধারণ মানুষের মন্তব্য :- এমন প্রতিশ্রুতি ভোটের আগে বিভিন্ন প্রার্থীরা দেখাতো কিন্তু ভোটের পরে কোন খবর থাকেনা। এমন জনপ্রতিনিধি হওয়া চাই আমাদের মেয়র সাহেবের মত। আমরা মনে করি এই কাজে হাত বাড়ানোর কারণে মেয়রের মান সম্মান কমে নাই বরং বেড়েছে। আমজনতা ধন্যবাদ জানিয়ে গাড়িতে তুলে দেন মেয়র সাহেব কে।