বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রংপুরের কলেজপাড়ায় অলিন্দ ছাত্রী নিবাসে কলেজ ছাত্রী’র রহস্যজনক মৃত্যু,

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর ২৮নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন অলিন্দ ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ফ্যানের সাথে ওরনা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপু্র মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

মৃত ইলমা আক্তার আখি (২২) নামের এই যুবতী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ভোজনপুর গ্রামের জমির উদ্দিনের মেয়ে,এবং রংপুর কারমাইকেল কলেজ এর অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

ঘটনাস্থলে গেলে জানা যায় ছাত্রীনিবাসে বসবাসরত শিক্ষার্থী ও ইলমার সহপাঠীরদের কাছে জানা যায় ছাত্রী নিবাসটির ১১২নং কক্ষে থাকতো ইলমা,১৩মে শনিবার দুপুর নাগাত তার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পাওয়া ইলমা কে বেশ কিছুক্ষণ যাবোতো ডাকাডাকি করলে কোনো সাড়া পায়নি তারা,স্থানীয়দের সহযোগিতায় ভবনটির পিছনের জানলায় গেলে ইলমাকে ফ্যানের সাথে ওরনা দিয়ে গলা পেছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে বিকাল ৪টার দিকে পুলিশ হেল্প লাইন জুরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়দের বরাতে খবর পেলে তাজহাট থানা মেট্রোপলিটন পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ইলমার ঝুলন্ত লাশ উদ্ধার করে মরদেহটি তাজহাট থানায় পাঠানোর সিদ্ধান্ত নেয় থানার তদন্ত ওসি,তিনি জানায়..আমরা ঘটনা স্থলে এসে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছি ও তার সহপাঠীদের কে জিগ্যাসাবাদ করলে তারা জানায় ইলমা কলেজের (সাবজেক্ট) ও হাঠাৎ টেস্ট পরিক্ষার রুটিন প্রকাশ হওয়া নিয়ে কয়েকদিন যাবতো নানা ভাবে দুশ্চিন্তা করে আসছে,কিন্তু আপাতত আমরা এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাইনি তবে গুরুত্বের সাথে তদন্তের মাধ্যমে ঘটনাটি উদঘাটনের চেষ্টা করবো।##