
প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ ও অনন্য মডেল দাখিল মাদ্রাসা খ্যাত পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী রকিব উল্লাহ (ব্যাচ-০৮) আহবায়ক, এবং অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদকে (১০ব্যাচ) “সদস্য সচিব” করে পুনর্মিলন উদযাপন পরিষদ’২০২২ গঠিত হয়।
উক্ত পরিষদে যুগ্ম আহ্বায়কবৃন্দঃ মোঃ আব্দুল্লাহ(ব্যাচ-০৪), মোহাম্মদ শহিদুল্লাহ(০৫),নুরুল হুদা(০৪) এবং যুগ্ম সদস্য সচিবঃ মোহাম্মদ আইয়ুব(০৮), গিয়াস উদ্দিন(০৯), নুরুল হাকিম(১০) ,তারেকুল ইসলাম ফরাজী(১৪), কাজী আব্দুল্লাহ(১৫), কোষাধ্যক্ষঃ রেজাউল হুদা বাবু (০৮), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ -মোহাম্মদ শাহজাহান(০৭), সাংস্কৃতি সম্পাদকঃ মোবারক হোছাইন(০৮),প্রচার সম্পাদকঃ আজিজুল হক(১৪), প্রকাশনা সম্পাদকঃ নুরুল আমিন (০৬), দপ্তর সম্পাদকঃ শোয়াইবুল ইসলাম(১৯), শিক্ষা ও পাঠচক্র সম্পাদকঃ নুরুল আবচার (০৩),আপ্যায়ন সম্পাদকঃ আবুল কাশেম (২০০০), প্রবাসী সম্পাদকঃ আবু বকর-(০৫),নির্বাহী সদস্যদের মাঝে- জহির উল্লাহ (০৭) সহ প্রমুখ।
উক্ত পুনর্মিলন উদযাপন পরিষদ ১০১ সদস্য বিশিষ্ট। গঠিত উদযাপন পরিষদ আসন্ন’২০২২ সনের ইদুল ফিতরের ৩য় দিন উদযাপিত হইবে।
এক্ষেত্রে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র- ছাত্রীদেরকে দ্রুততম সময়ে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করার বিশেষ অনুরোধ জ্ঞাপন করছে।