মোঃ রেজাউল আজিম- (বাঁশখালী প্রতিনিধি),
বাঁশখালীতে জমজমাট ঈদের বাজার, জলদি উপজেলা লক্ষী স্কয়ার, জিএস প্লাজা, মিয়ার বাজারের চৌধুরী নিউ মার্কেট এবং গুনাগরী সপ্নীল সুপার মার্কেট সহ হাজী আব্দুল গণি প্লাজা। আজ ২৯ শে রমজান আর মাত্র ঈদের বাকি একদিন। তাই বেশ জমজমাট বাঁশখালী জলদী এবং গুনাগারির বিভিন্ন মার্কেট গুলো । মার্কেটে সারাক্ষণ থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বিকেল বেলার সময় মার্কেটে আরও জমজমাট বেশি। পছন্দের জিনিসপত্র কিনতে ব্যাস্ত সব বয়সের নারী-পুরষ।
বাঁশখালী বিগ বাজার থেকে শুরু করে ছোট বড় সকল প্রকারের দোকান গুলোতে। সাধারণের পদভারে মার্কেট গুলোর সমস্ত বিক্রেতারা নির্ঘুম। উপজেলার আওতাধীন বড় বড় বাজারগুলোতে ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।
দোকানীরাও ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে। বেচাকেনা বেশি হওয়ায় দোকানের কর্মচারীর সংখ্যা ও বৃদ্ধি করা হয়েছে।
বাঁশখালীর বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে জামজটের কারণে অনেকে বাধ্য হয়ে বাঁশখালী থেকে কেনাকাটা করছেন। উপজেলা সদর, মিয়ারবাজার, গুনাগরি, কালীপুর, চাম্বল বাজার, প্রেমবাজারের প্রধান সড়কে এই মার্কেটগুলোকে বিভিন্ন ধরনের লাইটিংয়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে। একই সাথে ফুটপাতের দোকানগুলোকেও আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হয়েছে। উপজেলা সদরের ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, দেশিয় পোশাকের চেয়ে ভারতীয় পোশাক বেশি পছন্দ করছে মহিলারা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন জানান, আসন্ন ঈদকে সামনে রেখে বিভিন্ন বাজারে ক্রেতা সাধারণের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে বিভিন্ন বাজারে আইনশৃংঙ্খলা বাহিনীর বিশেষ টিম মোতায়েন করা হয়েছে।