মঙ্গলবার , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রমজানের সময় ইফতার মাহফিলে দাওয়াত না দেওয়ার জের

প্রকাশিত হয়েছে-

টেকনাফ উপজেলা সদর ইউনিয়নে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম মেম্বারের নেতৃত্বে তার সন্ত্রাসী দলের হাতে হামলার শিকার হলেন একই এলাকার মোঃ ইউনুসের পুত্র কলেজ পড়ুয়া শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন (৩০)
পবিত্র ঈদুল ফিতরের রাত (২)মে আনুমান ৩ ঘটিকার সময় একই এলাকায় ঘটনা টি ঘটে থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়।
কলেজ পড়ুয়া শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন,
এনামের নেতৃত্বে নাজির পাড়া এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে বলে জানান।
জসিম উদ্দিন আরো বলেন,
আমাকে এবং আমার পরিবারের সদস্যদের কে এনাম মেম্বারের আত্মীয়-স্বজনরা প্রতি নিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে।
এ ব্যাপারে টেকনাফ সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনাম মেম্বারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে জসিম উদ্দিন সহ তাঁর আত্মীয় স্বজনরা অপপ্রচার চালাচ্ছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বাদী জানান।