বৃহস্পতিবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমের বিষয়ের উপর পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী।

২ অক্টোবর ২০২২ খ্রিঃ রবিবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিদর্শন করেন- মাননীয় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। কক্সবাজার জেলা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।

উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি সচিব মৃনাল বড়ুয়া, ইউপি সদস্য জনাব মোঃ সালাউদ্দীন মেম্বার, জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, জনাব আব্দুর রহিম মেম্বার, জনাব ইন্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, নুরুল কবির মেম্বার, ইউপি উদ্যোক্তা ওসমান সরওয়ার, গ্রাম পুলিশ নুর মোহাম্মদ, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল পরিষদ সংশ্লিষ্টদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী।

এছাড়া উখিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও উখিয়া থানা পরিদর্শনের কথাও রয়েছে।