নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়ন, জাতীয় সংস্থা (ডাব্লিও এফ পি Wpf এর) অর্থায়নে, ওয়াল্ড ফুড ও রিসোর্স ইন্টিগ্রেশন (রিক) এর সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের অতিদরিদ্র পরিবারের মাঝে (১৬৫) জনকে নগদ অর্থ বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অদ্য ২ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার বেলা ১১,৩০ ঘটিকার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের মাঠে ১নং ওয়ার্ডের (১৬৫) জন অতিদরিদ্র পরিবারের মাঝে ২৫০০ নগদ অর্থ
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ মহোদয় , আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই দুইবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ সোহেল বিএ, সাবেক ছাত্রনেতা ওমর খান, কন্ট্রাকটর মুফিজ মিয়াসহ সংশ্লিস্ট এনজিও প্রতিনিধিরা।
বিতরণ কার্যক্রমের পূর্বে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী মহোদয় বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঘোষণাকৃত কক্সবাজার জেলার (এক লক্ষ) হতদরিদ্র মানুষকে নগদ অর্থ দেওয়া হবে, তাঁরই অংশ বিশেষ হিসেবে আজ একটি জাতীয় সংস্থার এনজিও ডাব্লিও এফপি Wpf এর অর্থায়নে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ এর সর্বোচ্চ আন্তরিকতায় উখিয়া উপজেলায় (সাত হাজার) হতদরিদ্র মানুষের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
এর মধ্যে রাজাপালং ইউনিয়ন (দুই হাজার) হতদরিদ্র মানুষ, তাঁর মধ্যে আজ ১নং ওয়ার্ডের (১৬৫) জন হতদরিদ্র মানুষকে দেওয়া হয়েছে।