নিজস্ব প্রতিবেদক,
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি+) ১ম পর্যায়ে কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পুকুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান হইতে রুহুল্লারঢেবা পর্যন্ত অবকাঠামো উন্নয়ন (১২৬) জন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র শ্রমিকদের কাজ পরিদর্শন ও শুভ উদ্বোধন করা হয়।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিজাম উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর করির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, উখিয়া উপজেলা শিক্ষা একাডেমি কর্মকর্তা বদরুল আলম, প.প কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নবনির্বাচিত মোঃ সালাহ উদ্দিন সহ প্রমূখ।