কাজল আইচ, উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের (৫০০) পরিবারের মাঝে (৪৫০) টাকা করে
পবিত্র ঈদ- উল ফিতর ২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উখিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) কর্মকর্তা মেহেদি হাসান এর উপস্থিতিতে এ উপহার বিতরণ করা হয়।
সোমবার (৩ মে,২০২১) সকালে রাজাপালং ইউনিয়নের সাধারণ হতদরিদ্র মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব সমির দাশ, মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল কবির, মোঃ সালাহ উদ্দিন,মোঃ শাহজাহান, মহিলা মেম্বার খুরশিদা বেগম, সরোওয়ার কামাল পাশা, আব্দুল হক, আব্দুর রহিম, ইকবাল বাহার ও ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল বিএ প্রমুখ।
তত্বাবধানেঃ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রনালয়,
উখিয়া উপজেলা প্রশাসন,কক্সবাজার।