মঙ্গলবার , ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে-

কপিল উদ্দিন জয়,বান্দরবান জেলা প্রতিনিধিঃ

রামুর পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহি কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মিয়ানমার থেকে আসা ইয়াবা,পলথিনসহ অবৈধ পণ্যের বাণিজ্য চলছে স্থানীয় প্রশাসনের কতিপয় লোকজনকে ম‍্যানেজ করে।
অবৈধ এসব ব‍্যাবসা থামানো যাচ্ছে না কোন ভাবেই,এমন পরিস্থিতিতে শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়েন দু’ইয়াবা ব্যবসায়ী।
আটক হওয়া দু’জনই ব্যবসায়ী একজনের নাম মোঃ হারুন ( ৩১) পিতা নুরুল হক,সেসুপারী ব্যবসায়ী। অপর জন ছৈয়দ আলম ( ৩০) সে পান ব্যবসী, তার পিতা নুর আহমদ তাদের দু’জনের বাড়িই কচ্ছপিয়া ইউনিয়নের মাষ্টার পাড়ায়।
তারা দীর্ঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত বলে নিন্চিত করেন ককসবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,তারা এদের কাছ থেকে ১০ হাজার ২ শত ইয়াবা উদ্ধার করে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ দিকে গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,এ বাজারের সুনাম ক্ষূণ্ন করছে কিছু অসাধু ব্যবসায়ী।
তারা ঐতিহ্যবাহী এই বাজারটিকে বর্তমান ও ভবিষ্যৎ সুনাম ক্ষুন্ন করার জন্য ব্যস্ত হইয়ে পড়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতে আটক দুই ব্যবসায়ী আটকের ঘটনা।
গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন,তিনি ২ জন ইয়াবা ব্যবসায়ী আটকের খবর শুনেছেন।