মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামুর চেইন্দা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১৪,০০০ পিস ইয়াবাসহ ২ গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

রামুর চেইন্দা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১৪,০০০ পিস ইয়াবাসহ ২ গ্রেফতার

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা সাকিনের তৌহিদ স্টোর এর সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ৮ এপ্রিল ২০২২ খ্রিঃ শুক্রবার ১০.৩০ ঘটিকার দিকে উক্ত স্থান হতে ১, আব্দুর রহমান (১৩), পিতা-সুরত আলম, সাং-চেইন্দা লাহারপাড়া, ৮ নং ওয়ার্ড। ২, এরশাদুল করিম (১৬), পিতা-নুর মোহাম্মদ, সাং-ফকিরাঘোনা, ৭ নং ওয়ার্ড, উভয় দক্ষিন মিঠাছড়ি ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার’দের আটক করেন। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ১৪,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।