শনিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৬ হিজরি

রামু ব্লাড ডোনার’স সোসাইটি পরিবারের ঈদ পরবর্তী মিলনমেলা ও আলোচনা সভা-২১

প্রকাশিত হয়েছে-

মুহাম্মদ ফয়সাল, রামু কক্সবাজার।

শুক্রবার ৪জুন ২০২১ কক্সবাজারের রামু ব্লাড ডোনার’স সোসাইটির ঈদ পরর্বতী মিলন মেলা ও আলোচনা সভা-২১ সম্পুর্ণ হয়েছে।
উক্ত ঈদ পরর্বতী মিলন মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনাব মোস্তাক আহমদ মহোদয়।


এসময় বক্তারা বলেন একপর্যায়ে বর্তমান যুব সমাজের অধিকাংশ খুন ধর্ষন,ইয়াবা এগুলোর সাথে জড়িত, যারা এই সেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন থাদেরকে ধন্যবাদ জানান, প্রধান অতিথি আরো বলেন তিনি যতদিন জীবিত থাকবে এবং রামু উপজেলাতে থাকবে ততদিন প্রর্যন্ত যদি কারো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নিঃসন্দেহে বলতে পারবেন।

পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।