উখিয়া ভয়েস ২৪ ডটকম
কবিতা
রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে,
থাকবে চিরকাল,
বাংলাদেশকে ধ্বংস করতে
আর দিয়ো না ফাল।
সব মতবাদ যাও ভুলে যাও
এক হয়ে আজ দাড়াও,
কিসের দন্দ- দলের বিভেদ
বন্ধনের হাত বাড়াও!
মাদরাসাতে দাও তালা দাও
খানকা করো বন্ধ।
ওই দেখ ওই, ওপার থেকে
আসছে লাশের গন্ধ,
তাসবিহ ফেলে অস্ত্র ধরো
ট্রিগার চাপো বন্দুকের,
জঙ্গী বলুক ভঙ্গি করে
ধার ধারিনা নিন্দুকের।
গোল টুপিতে কাজ হবে না
পাগড়ি বাঁধো শক্ততে,
তাকবীর শুনে উঠবে কেঁপে
ভন্ড রামের ভক্ততে।
কোল বালিশে হেলান দিয়ে
দ্বীন টিকানো যাবেনা,
পানের বাটায় আগুন লাগাও
বল, পান আর খাবেনা।
মুরগীর রানে না চিবিয়ে
হাড্ডি চাবাও দুশমনের,
আবেগটা নয় বিবেক লাগাও
রেখো সবাই হুশ মনের।
কিসের জামাত,কিসের ক্বওমি
আল্লাহ সবার এক তো,
বাংলাদেশ থেকে বিতারিত করা হোক
আশোক কুমার ঘোষকে।
মূলনীতিতে এক তো সবাই
এক হও এই ইস্যু তে,
নয়তো কামড় দিয়েই যাবে
বিষাক্ত ওই বিচ্ছুতে।
এই আহবান সবার তরে
কান পাতিয়া শুনে নাও,
প্লিজ! সবাই এক হয়ে আজ
সব মতবাদ ভুলে যাও।