
কাজল আইচ,উখিয়া প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের রেজুরকুল সার্বজনীন বোধিমন্দির নতুন নির্মিত সংস্করণের জন্য রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী এক লক্ষ টাকা নগদ প্রদান করেন।
রেজুরকুল সার্বজনীন বোধিমন্দিরের
নির্মাণের জন্য আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষনা দিয়েছিলেন, আজ তাঁরই ধারাবাহিকতায় ২৬-০৪-২০২১) সোমবার সকালে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নিজ তহবিল থেকে ক্যাশ (এক লক্ষ) টাকা তুলে দেন রেজুরকুল সার্বজনীন বোধিমন্দিরের নেতৃবৃন্দদের হাতে,
এসময় উপস্থিত ছিলেন রেজুরকুল সার্বজনীন বোধিমন্দিরের সাধারণ সম্পাদক কিরণ বড়ুয়া, উপদেষ্টা ও সদস্যদের মধ্যে ছিলেন সুমন্ত বড়ুয়া, রুবেল বড়ুয়া, ধীরেন্দ্র বড়ুয়া, রায়মোহন বড়ুয়া,রন্টু বড়ুয়া ও প্রফেসর শাহ আলম।
কথা দিয়ে কথা রাখলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।