বিশেষ প্রতিনিধি,
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির পূর্ব ডিগলিয়া পালং এলাকায় র্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১২ জুন ২০২২ খ্রিঃ রবিবার রাত ৪০ ঘটিকার দিকে বর্ণিত স্থানে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক হাকিম আলী (৫৩),পিতা-মৃত আলী আহাম্মদ, মাতা- মৃত রশিদা খাতুন, সাং-পূর্ব দিখিলিয়া, ইউপি-রাজাপালং, ওয়ার্ড নং-০৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ১ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড কার্তুজ ও ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।