ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছথেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকার গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- আজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেলোনিয়া পাড়া গ্রামের বাসিন্দা-মৃত আব্দুস সাত্তারের পুত্র বেলাল হোসেন (মধু) (৪২),কক্সবাজারের কোরশাপাড়া, হোয়ানক ইউপির ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দু শুক্কুরের পুত্র আবু সুফিয়ান (৪৫)।
আজিজনগর পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ আব্দুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নির্দেশে এবং এএসআই আসাদুল্লাহ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি টিম আজিজনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেলোনিয়া পাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন মধু’র বাড়ি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ হাজার টাকার গাঁজা সহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে বলেও জানান তিনি।