শুক্রবার , ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

লালমোহনে এমপি শাওনের মাতার রোগমুক্তি কামনায় দলিল লিখক সমিতির দোয়া

প্রকাশিত হয়েছে-

ভোলা প্রতিনিধি,

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর মাতা হোসনে আরা চৌধুরীর আশু রোগমুক্তি কামনা ও তাঁর মরহুম পিতা হাজী নুরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর লালমোহন দলিল লিখক সমিতির আয়োজনে সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুল আলম মাজেদ পাটোয়ারীর সঞ্চালনায় সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লিখক সমিতির সভাপতি সামছল হকসহ সমিতির অন্যান্য নের্তৃবৃন্দ ও সদস্যগণ দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এর মাতা হোসনে আরা চৌধুরী।