মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লোহাগাড়ায় ৩’শত ঘনফুট অবৈধ জ্বালানী কাঠসহ জিপ গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ

প্রকাশিত হয়েছে-

(বিশেষ প্রতিনিধি),

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩’শত ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ সহ একটি জিপ গাড়ি আটক করেছে পদুয়া বনবিভাগ।

আজ ০৬ মার্চ”২০২২ইং রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চুনতী ইউনিয়নের চাঁন্দা নামক এলাকা হতে এসব আটক করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সম্মানিত বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের চাঁন্দা নামক এলাকায় অভিযান চালিয়ে ৩’শত ঘনফুট অবৈধ বিবিধ জ্বালানী কাঠ সহ একটি জিপ গাড়ি আটক করা হয়।

এ বিষয়ে পদুয়া বনবিভাগের বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আটককৃত কাঠ ও জিপ গাড়ি বর্তমানে পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩৫/পদু অব ২০২১-২২ রুজু করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান কালে উপস্থিত ছিলেন, ডলুবিট কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির, বনপ্রহরী মোঃ সালাহ্ উদ্দিন, মোঃ হারুন, মোঃ ইলিয়াস সহ আরও অনেকেই।