আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ মার্চ২২) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাটি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী। প্রাথমিকভাবে হতাহতদের নাম জানাতে পারেননি তিনি।
তবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারে থাকা সেই চার ব্যক্তি একই পরিবারের সদস্য।