বুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৬ হিজরি

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-

ইসমাইল হোসেন সোহাগ, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে ইনসাফ রেস্তোঁরা সহ দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৩০ মে”২০২২ইং সোমবার বিকেলের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই দিনে মাহি ফুডস্ নামক প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১হাজার অর্থদণ্ড সহ সতর্ক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার এসআই মামুন সহ আরও অনেকেই।