আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩রা মে ২১) দুপুরে শেখেরখীল ইউনিয়নের ৫০০ অসহায় পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইয়াছিন তালুকদারের সভাপতিত্বে এতে ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান ইয়াছিন তালুকদার বলেন, ‘মানুষের এই অসময়ে দুঃখ দুর্দশা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে নগদ অর্থ পাঠিয়েছেন। সাধারণ মানুষের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’